সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল উৎসব
রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। স্কুলে ঘোষণা করা হয়েছে তিন দিনব্যাপী ফল ঘোষণা উৎসব। আজ সোমবার (২৫ ডিসেম্বর) ছিল উৎসবের প্রথম দিন। পরীক্ষার ফলাফলের এই উৎসবে প্রতিটি শ্রেণির শীর্ষ তিন মেধাবীর জন্য রাখা হয়েছে পুরস্কার, বৃত্তি ও উপহারের ব্যবস্থা।
উৎসবের প্রথম দিন আজ প্রতিষ্ঠানটির ইংলিশ ভার্সনের ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলতে এবার এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষার এবারের ফলাফলে প্রত্যেক শ্রেণিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্র-ছাত্রীকে পুরস্কার ও স্কলারশিপ হিসেবে বেতন মওকুপের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ক্লাসে প্রথম স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল উপহার দেওয়ার পাশাপাশি পূর্ণকালীন বৃত্তি প্রদান করা হয়েছে। আর দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেওয়া হয়েছে পড়ার টেবিল ও অর্ধবছরের স্কলারশিপ। তৃতীয় স্থান অর্জনকারী অর্ধবছরের স্কলারশিপের পাশাপাশি পাচ্ছে একটি দেয়াল ঘড়ি।
ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে। আমার সামনে বসে থাকা শিক্ষার্থীরাই আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক হয়ে দেশের সুনাম বয়ে আনবে। তিনি বলেন, একাধিক বছর আমরা প্রতিষ্ঠানের পড়াশোনার ধারাকে অব্যাহত রেখেছি। কিছুতেই পরীক্ষার্থীদের ঝিমিয়ে পড়তে দিইনি। তারই ফলশ্রুতি আজকের এই অর্জন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে বলেন, শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই ছেলেমেয়েরা পরীক্ষায় আশাব্যাঞ্জক ফল অর্জন করেছে।
ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বলেন, সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আজকের এ ফলাফল আগামীতে আরও স্বপ্ন দেখাতে এ ক্ষুদে শিক্ষার্থীদের। ইতোমধ্যে আমি ও আপনাদের সুনামধন্য অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা আমরা চায়না সফর করে শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছি। এ অভিজ্ঞতা অব্যশ্যই কাজে লাগবে।
আজ সকাল ৯টায় ইংলিশ ভার্সনের নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়। এ ছাড়া বাংলা মাধ্যমের প্রথম-দ্বিতীয় শ্রেণি বালক-বালিকা ও তৃতীয়-চতুর্থ শ্রেণি বালিকা ২৫ ডিসেম্বর বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করা হয়।
আগামীকাল ২৬ ডিসেম্বর সকাল ৯টায় পঞ্চম শ্রেণি বালিকা ও তৃতীয়-চতুর্থ শ্রেণি বালক, একইদিন বেলা আড়াইটায় অষ্টম ও নবম শ্রেণি বালক-বালিকার ফল ঘোষণা করা হবে।
পরদিন ২৭ ডিসেম্বর সকাল ৯টায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বালিকা, বেলা আড়াইটায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বালক বিভাগের রেজাল্ট দেওয়া হবে।