ইউল্যাবে এক বছর মেয়াদি ইএমবিএ প্রোগ্রাম চালু
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) চালু হয়েছে এক বছর মেয়াদি এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম। এ উপলক্ষে গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নবীণবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার সোলায়মান সুখন। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের পরিচালক সহকারী অধ্যাপক শামসুদ্দীন আহমেদ, বিবিএ প্রোগ্রামের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়সল চৌধুরী, এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর জ্যেষ্ঠ প্রভাষক মো. তাওহীদ রিয়াজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।