ঢাবির খেলোয়াড়দের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন
আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলোয়াড়দের ওপর হামলার চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাবির শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনায় ঢাবির চারজন খেলোয়াড় আহত হন। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রাবি প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে উইকেট পায় ঢাবি। সেই উইকেটের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে মাঠে প্রবেশ করে রাবি শিক্ষার্থীরা। সে সময় ফিল্ডিংয়ে থাকা ঢাবির খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় তারা৷ এ ঘটনায় দলটির চার খেলোয়াড় ইমন, তুর্য, রোকন ও সিফাত আহত হয়েছেন।
উত্তেজনার একপর্যায়ে ঢাবির খেলোয়াড়রা প্যাভিলিয়নে আশ্রয় নিলে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের নিরাপত্তা দেয়৷ নতুনভাবে খেলা শুরু করতে না পারায় দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে ম্যাচ পরিচালক৷ পরে পুলিশ ও ছাত্রলীগের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে তাদের ফেরত পাঠানো হয়৷
খোঁজ নিয়ে জানা যায়, আজ দুপুর ১২ টায় আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ে নামে রাবি৷ প্রথম ইনিংসে ২০ ওভারে শেষে ছয় উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নামে রাবি। ম্যাচ জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান৷
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে ক্রিকেট খেলা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক৷ ইতোমধ্যেও রাবি প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।