চারুকলায় বসন্ত বরণ
কুয়াশার চাদরে ঘেরা শীতের শেষে আগমন ঘটল বসন্তের। বসন্তের প্রথমদিনটিকে নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। অনুষদের বকুলতলায় সকাল থেকেই শুরু হয় বসন্ত বরণের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই বকুলতলায় আসতে থাকেন অসংখ্য মানুষ। শুধু বাঙালিরাই নয়, অনেক বিদেশি অতিথিরাও অংশ নেন এ বসন্ত উৎসবে।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠান শুরু হয় সকাল ৭টা ১৫ মিনিটে। সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সেতার পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নৃত্য ও সঙ্গীতের দল, বরেণ্য শিল্পী, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী এবং আবির বিনিময় ছিল এবারের আয়োজনে।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সভাপতি সফিউদ্দিন আহমদ এনটিভি অনলাইনকে বলেন, বসন্ত আসলে মিলনের উৎসব। এটা আমরা পালন করছি আনুষ্ঠানিকভাবে। কিন্তু বহু আগে থেকেই এটি পালন হতো নানাভাবে। এবার এই উৎসবের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস মিলে গেছে। আমরা একই ধরনের দুটি উৎসব একসঙ্গে পালন করব।
বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, বসন্তের এই আবাহন তো শুধু আমরা করিনি। এটি বাঙালির স্বাভাবিক একটি প্রক্রিয়া ছিল। পহেলা ফাল্গুন এলেই হলুদ শাড়ি পরে নারীরা বের হতেন। আমরা এটাকে একটা উৎসবের রূপ দেওয়ার চেষ্টা করেছি।
পরিষদের সহ সভাপতি কাজল দেব নাথ বলেন, আজ বসন্ত ফুল ফুটুক আর না ফুটুক কোকিল ডাকবে। আমাদের নাতিরা বাসন্তী রঙের শাড়ি পড়ে সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আমরা চেষ্টা করছি প্রকৃতির যে বসন্ত, সেটিকে নগর জীবনে ছড়িয়ে দিতে।
সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সকালের আনুষ্ঠানিকতা শেষ হয়। শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়।
বিকেলের পর্ব 'বসন্ত বিকেল' বেঙ্গল পরম্পরার যন্ত্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।। এ পর্বেও দেশের অগ্রগণ্য শিশু-কিশোর ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পরিবেশনা, দলীয় সঙ্গীত ও দলীয় আবৃত্তি, একক সঙ্গীত ও আবৃত্তি শিল্পীদের পরিবেশনাও থাকবে।
ঢাবির চারুকলা ছাড়াও পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেক সংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ‘বসন্ত উৎসব ১৪৩০’ এর আয়োজন করা হয়েছে।
কলাভবনে বসন্ত উৎসব
এদিকে সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় শুরু হয় সমগীতের বসন্ত উৎসব। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কফিল আহমেদ এবং সায়ান। এছাড়াও ছিল গানের দল লীলার পরিবেশনা। এছাড়াও শিশুদের পরিবেশনা অংশে নৃত্য পরিবেশন করে আমাদের পাঠশালা ও শিশুদের জন্য আমরা সংগঠনের শিশু নৃত্যশিল্পীরা।