ঢাবি থেকে মৃত নবজাতক উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের বাসভবনের পরিচ্ছন্নতা কর্মীরা একটি ব্যাগে নবজাতকের মরদেহ পেয়ে কেয়ারটেকারকে জানালে তিনি শাহবাগ থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক জানান, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে কিছু পড়ার আওয়াজ পান সেখানে কাজ করতে থাকা পরিচ্ছন্নতাকর্মীরা। সেখানে গিয়ে তারা একটি ব্যাগ দেখতে পায়। বোমা বা অন্য ক্ষতিকর কোনো কিছু হবে ভেবে লাঠি দিয়ে ব্যাগের মুখটি খুলে। তখন নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরিচ্ছন্নতাকর্মীরা ভয় পেয়ে আমাকে খবর দেয়।
সিসিটিভির ফুটেজ চেক করে আমরা লোকটিকে শনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।