গ্রামবাংলার আবহে রোববার বসন্ত বরণ করবে ঢাবি সাংস্কৃতিক সংসদ
ঋতুরাজ বসন্তকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে 'ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩০'। আগামী রবিবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনটির প্রেস সেক্রেটারি শামরী রহমান জানান, দিনব্যাপী এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্যগণনাসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন।
গ্রামীণ মেলার উদ্বোধন হবে সকাল ১০ টায়। এরপর দুপুর ৩ টায় আলোচনা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সঙ্গীতশিল্পী রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিকাল ৫টায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে প্রখ্যাত ব্যান্ড দলগুলোর কনসার্ট। যেখানে সঙ্গীত পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ডদল এভয়েডরাফা ও কৃষ্ণপক্ষ। দিনব্যাপী এই আয়োজন শেষ হবে রাত ৯ টা ৪৫ মিনিটে।
অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তারই অন্যতম উদাহরণ আমাদের এই বসন্ত উৎসব। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে একীভূত করার আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক বলেন, মূলত এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য। যেন শহরের মানুষেরাও আমাদের গ্রামীণ-লোকজ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও সাবেক সভাপতি রাগীব রহমান, সভাপতি দেবজ্যোতি বিশ্বাস, সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক, সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ নেওয়াজ জয় ও সহকারী কোষাধ্যক্ষ সাদেকুর রহমান সানি এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।