জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। আজ রোববার (১২ মে) ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে সকালে ধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের প্রকাশিত ফলাফলে শতকরা হারে ৮১ দশমিক ৫৭ শতাংশ ছাত্র এবং ৮৪ দশমিক ৪৭ শতাংশ ছাত্রী পাস করেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, এ বছর অংশগ্রহণকারী মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাস করেছে ৮ লাখ ছয় হাজার ৫৫৩ জন ও ছাত্রী পাস করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। এদের মধ্যে ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন আর ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন।
মাধ্যমিকে শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারে ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে কেন, প্রশ্ন রেখে এর কারণ খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন ছাত্ররা কম? সে কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের উদ্যোগ নিতে হবে, কি কারণে ছাত্ররা কমে যাচ্ছে? পাসের হারেও দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী।’