সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য
প্রতি বছরের মতো ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো নজরকাড়া সাফল্য অর্জন করেছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার পরীক্ষা দিয়েছিল এক হাজার ২৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৩৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ।
আজ রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজধানীর ডেমরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল এক হাজার ২৩৫ জন শিক্ষার্থী। তন্মধ্যে ৮৩৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এ ছাড়া শতকরা পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটি থেকে ইংলিশ ভার্সন শাখা এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়ছে এবং পাসের হার শতভাগ।
ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর অভিভাবক ব্যাংকার মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রথমবার হলেও ইংলিশ ভার্সনের এসএসসির রেজাল্ট সত্যিই খুব ভালোলাগার মতো হয়েছে। অভিভাবক হিসেবে ইংলিশ ভার্সনের রেজাল্টের জন্য আমি সম্মানিত প্রিন্সিপাল স্যার ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
প্রতিষ্ঠানটির এ অভাবনীয় সাফল্যের বিষয়ে মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি অর্জিত ফলের জন্য। পরীক্ষায় অবতীর্ণ আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করতে পেরেছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই এমন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও অভিভাবকদেরও শুভেচ্ছা জ্ঞাপন করছি।’
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ক্রমাগত সাফল্যের শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে এবং ২০১২ সালে করে দ্বিতীয় স্থান অধিকার। কেবল এসএসসিতে নয়, এইচএসসিতেও প্রতিষ্ঠানের ধারাবাহিক অর্জন ঈর্ষণীয়। কেবল বোর্ড পরীক্ষায় নয়, উচ্চশিক্ষা অধ্যয়নের সুযোগ লাভেও কলেজ শাখা বরাবর এগিয়ে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এ প্রতিষ্ঠানের ৫১, সরকারি ডেন্টালে সাত ও বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটে ১৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ লাভ করে। সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ১৭৪ শিক্ষার্থী ভর্তির সৌভাগ্য অর্জন করে। দেশসেরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ধারাবহিকভাবে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। একটা বিশাল পরিসরের শিক্ষাঙ্গন এটি। প্রায় ১৮ হাজার শিক্ষার্থী ও ৪৫০ শিক্ষক-কর্মকর্তা রয়েছেন এখানে। প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ বিরাট ও বিস্তৃত। ১৫টি ক্লাবের মাধ্যমে প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত চলছে, মেধাবী ও জাগ্রত শিক্ষার্থীদের সৃষ্টি ও লালন করে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।