রসায়ন অলিম্পিয়াডের ১৩তম আসরের পুরস্কার প্রদান কাল
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড হলো আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে প্রতিযোগী পাঠানোর জন্য একটি জাতীয় রসায়ন বিষয়ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার ১৩তম আসরের চূড়ান্ত পর্ব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১৭ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাজিউর রহমান মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড হলো আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে প্রতিযোগী পাঠানোর জন্য এটি একটি জাতীয় রসায়ন বিষয়ক প্রতিযোগিতা। এর মাধ্যমে দেশে রসায়ন বিষয়ক শিক্ষায় আগ্রহ বৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও বাংলাদেশ কেমিকেল সোসাইটি আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ কেমিস্টদের মধ্য থেকে ট্যালেন্ট খুঁজে বের করা।
এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো রসায়ন বিজ্ঞানে আগ্রহী তরুণদের মধ্যে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও যোগাযোগ সৃষ্টি করা। রসায়ন বিজ্ঞানের বিভিন্ন সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহকে উদ্দীপ্ত করা। এছাড়াও দেশ-বিদেশের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানীদের সঙ্গে তরুণদের পরিচিতির সুযোগ সৃষ্টি করে দেওয়া রসায়ন অলিম্পিয়াড আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক. ড. হাফিজ মো. হাসান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরনবী।
প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করবেন বাংলাদেশ কেমিকেল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান মার্কেটিং কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম।