পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে জাবিতে অচলাবস্থা
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। দ্রুত সমস্যা সমাধান চান তারা।
চতুর্থ দিনের মতো সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এমনকি অনলাইনেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকেরা। পাশাপাশি দাপ্তরিক কাজ বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষকদের দাবিগুলো হলো অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার, প্রতিশ্রুতিরত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন করা। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের দাবি হলো অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার করা।
খুলনায় আজ বিকাল হতে খুলনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর জিরো পয়েন্ট এলাকায় সড়কের উপর অবস্থান নিয়েছে ,ফলে এই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।