বাংলা ব্লকেড
সড়কে উঠলেই জিজ্ঞাসাবাদ, অসুস্থরা পাচ্ছেন ছাড়!
রাজধানীর বিভিন্ন সড়ক আটকে রেখেছেন কোটাবিরোধীরা। চলতে দিচ্ছে না কোনো যানবাহন। সড়কে যানবাহন উঠলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। তবে, অসুস্থতার ক্ষেত্রে দ্রুত রাস্তা ফাঁকা করে চলাচলের সুযোগ করে দিচ্ছেন তারা।
আজ সোমবার (৮ জুলাই) শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলামোটর, কারওয়ান বাজার সার্ক ফোয়ারা, ফার্মগেট এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমন দৃশ্য চোখে পড়ে। কোটাবিরোধীরাও জানান সে কথা।
শামীম নামের এক আন্দোলনকারী এনটিভি অনলাইনকে বলেন, আমরা মেডিকেল ইমারজেন্সি ছাড়া কাউকেই মুভ করতে দিচ্ছি না। আর পরিচয় দিলে গণমাধ্যমকর্মীদের চলাচল করতে দিচ্ছি।
রাজধানীর ফার্মগেট মোড়ে কোটাবিরোধীরা আটকে দেন মোটরসাইকেলচালক শিক্ষার্থীকে। তার কাছে জানতে চান, কোথায় যাবেন? তিনি বলেন, তার পরীক্ষা আছে। কিন্তু আন্দোলনকারীরা তাকে আটকে দেন। সে সময় এক আন্দোলনকারী বলতে থাকেন, ‘যেখানে পরীক্ষা তাদের বলবেন–বাংলা ব্লকেডের কারণে পরীক্ষা দিতে পারেনি।’
আজ বিকেল ৪টার আগেই কোটাবিরোধীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। গতকাল রোববারের (৭ জুন) ঘোষণা অনুযায়ী সেই স্বর ছড়িয়ে পড়ে রাজধানীর সাত-সাতটি পয়েন্টে। এখন শাহবাগ থেকে বাংলা মটর হয়ে ফার্মগেটে অবস্থান নিয়েছেন কোটাবিরোধীরা। এতে স্থবির যানচলাচল, ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।