ঢাবির দুই হল ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেয়েদের দুটি হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া কোনো রাজনৈতিক দলের সংগঠনের মাধ্যমে হলের কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তার দায় ঢাবি প্রশাসন ও হল প্রভোস্ট নিতে হবে বলেও ঘোষণা দেন তারা।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাবির রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পৃথক প্যাডে লেখা দুটি বিবৃতিতে এসব ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে হল দুটির সাধারণ শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এই মর্মে লিখিত দিচ্ছি যে, আজ বুধবার (১৭ জুলাই) থেকে হলের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক গণরুম থাকবে না এবং কোনো ধরনের রাজনৈতিক (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, ছাত্রফ্রন্ট, জামায়ত-শিবির) ইত্যাদি দল এবং তাদের কার্যক্রম থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্থ হই, তাহলে এ দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রভোস্টকে নিতে হবে।
দুটি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজ থেকে রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো।
বিবৃতিগুলোতে রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল প্রভোস্টের স্বাক্ষরও দেখা গেছে।