রোকেয়া হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়া হলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলকে সব ধরনের রাজনীতিমুক্ত হল হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই হল থেকে ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা পিটিয়ে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
হল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ১০টায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে, শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউজ টিউটররা তাদের প্রটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন। বের করে দেওয়া ছাত্রলীগের ১০ নেতাকর্মীদের মধ্যে ছিলেন–হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমিসহ অন্যরা।
এদিকে, নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে একটি লিখিত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বলা হয়, ‘আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে সকল ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জাসদ, শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোন ধরনের পলিটিকাল রুম বা গণরুম থাকবে না। কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি ওইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে হল প্রশাসন ও হল প্রভোস্টকে এর দায় নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।’
এই বিষয়ে হলটির এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোকেয়া হল এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইনকে পিটিয়ে, চুল টেনে, মরিচের গুঁড়া চোখে দিয়ে ধাওয়া করেছে শিক্ষার্থীরা। হলের কর্মচারী দাদুরা তাকে প্রভোস্ট বাংলোর গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে তালা মেরে দেয়। পরে শিক্ষার্থীরা সেই গেট ভাঙার চেষ্টা করে। ক্ষুব্ধ এক শিক্ষার্থীকে অডিও বার্তায় বলতে শোনা যায়, ‘ছাত্রলীগ অনিয়ম করে হলে ঢুকবে এবং ম্যামরা তাদের সহযোগিতা করবে, এটা আমরা হতে দেব না। আমাদের ভাইদেরকে যারা রক্তাক্ত করে, আমাদের বোনদের গায়ে যারা হাত তোলে, তারা আমাদের ওপরের তলায় ঘুমাবে সেটা আমরা কখনোই মেনে নিতে রাজি না। আমরা ওদেরকে হল থেকে বিতাড়িত করেই ছাড়ব।’