তিন দাবিতে গণ-অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন ব্যবস্থা এবং আবাসন নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত ভাতা প্রদানের দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তারা। এখন পর্যন্ত ১৩ জন শিক্ষার্থী এই অনশনে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— অনতিবিলম্বে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলে অস্থায়ী আবাসন নিশ্চিতের লক্ষ্যে স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে; যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের ৭০ শতাংশ আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
অনশনে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের জবি সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের চলমান কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য আমরা বড় একটা আন্দোলন করেছিলাম। তারপর মন্ত্রণালয় স্পষ্ট করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই, এ ব্যাপারে প্রশাসনের কাজের কোনো অগ্রগতি নেই। তাই আমরা গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছি।’
এদিকে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম আজ সংবাদ সম্মেল করার কথা রয়েছে।