ইউপি নির্বাচনে আ.লীগনেতার পরিবর্তে মনোনয়ন পেলেন বিএনপিনেতা!
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বর্তমান চেয়ারম্যানকে মনোনয়ন দেয়। পরে তা প্রত্যাহার করে সাবেক বিএনপিনেতাকে দেওয়ার অভিযোগে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে।
জানা যায় গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বর্তমান চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনকে মনোনয়ন দেয়। এরপর ১৮ ফেব্রুয়ারি আরেকটি চিঠিতে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। সাইফুর রহমান নামে একজনকে মনোনয়ন দেয় মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা স্বাক্ষরিত এমন একটি চিঠি আসে ফরিদপুরে।
এ ঘটনায় এলাকায় জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিষয়টি কী কারণে ঘটল, তা এখনও জানাতে পারেনি কেউ।
পরে মনোনয়ন বোর্ড থেকে নমিনেশন পাওয়া সাইফুর রহমান ২০০৯ সালে বিএনপির ইউনিয়ন কমিটির নেতা ছিলেন বলে অভিযোগ তুলেছেন বর্তমান চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘আমাকে বাদ দিয়ে বিএনপির বড় দায়িত্ব পালন করেও কীভাবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেন—এটা আমরা বুঝতে পারছি না। আমরা ধারণা করছি, শহরের রাজনৈতিক কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে।’
এদিকে কানাইপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যেও বর্তমান চেয়ারম্যানের মনোনয়ন বাতিলের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক আরিফ বলেন, ‘একটি মামলায় বর্তমান চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের নাম থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোন্দল কিংবা আমাদের ফরিদপুরের কোনো কারণে এ ঘটনা ঘটেনি।’
ইউপি নির্বাচনে নমিনেশন পাওয়া সাইফুর রহমানের কাছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে জাইলে তিনি বলেন, ‘আমি আগে বিএনপি করতাম, এটা সত্য। পরে দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেই। গত পাঁচ বছর ধরে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছি। তাই দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে।’
এদিকে বেলায়েতের মতো আওয়ামী লীগের ত্যাগী নেতার মনোনয়ন বাতিল হওয়ার বিষয়টি নিয়ে ওই ইউনিয়ন ও ফরিদপুরে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে রয়েছে।