ইসিতে যা বললেন আজমত উল্লা
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী মো. আজমত উল্লা খানকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তলব করা হয় মেয়র পদপ্রার্থীকে। সেই তলবের জেরে আজ রোববার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান আজমত উল্লা। কমিশনকে আচরণবিধি ভঙ্গের কারণ ব্যাখ্যা করেন তিনি।
পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণমাধ্যমকারীদের উদ্দেশে করে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী বলেন, ‘মিছিল নিয়ে আমি মনোনয়ন জমা দেয়নি। দিস ইজ নট কারেক্ট। আপনার কী দেখাতে পারবেন কোনো মিছিল নিয়ে গিয়েছি। এনি স্লোগান ওয়াজ রেইজড? আপনাদের বুঝতে হবে আমি পাঁচজন নিয়ে গিয়েছি। আপনারাই (সাংবাদিক) সেখানে ছিলেন কমপক্ষে দেড়শ। সেদিন শুধু আমার মনোনয়নপত্রই জমা ছিল না, কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা ছিল।’
আজমত উল্লা বলেন, ‘আমাকে দুটো চিঠি দেওয়া হয়েছিল। এতে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছিল, আমি আমার ইসির কাছে অবস্থান পরিষ্কার করেছি। শুধু একজন প্রার্থী হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমার তরফ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। নির্বাচনী আচরণবিধি যেটা রয়েছে, এটা আমার কমিটমেন্ট, আমি এই আচরণবিধি সম্পূর্ণ মেনে চলব।’
মন্ত্রীরা আপনার পক্ষে ভোট চাচ্ছেন সাংবাদিকরা বিষয়টি সামনে আনলে এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি আমার অবস্থানটা তুলে ধরেছি। যে সভা উনারা করেছেন সেটা হয়তো অজ্ঞতার কারণে হতে পারে। হতে পারে যে, এটা যেহেতু সিটি করপোরেশনে বাইরে...। যাই হোক আমার অবস্থান সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। যেহেতু মন্ত্রী সাহেব সভায় গেছেন সেটা উনাকে যদি ডাকা হয়, উনার ব্যাখ্যা উনি দেবেন।’
ভুলে হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, ‘আমার জ্ঞাতসারে আমি নির্বাচন বিধিমালার কোনো লঙ্ঘন করিনি। আমি স্পষ্টভাবে কমিশনে বলেছি এবং ভবিষ্যতেও যে আচরণ বিধি কোনো ভঙ্গ হবে না, সে প্রতিশ্রুতি আমি দিয়েছি। এই প্রতিশ্রুতি শুরু আজকে না, এটা আছে এবং থাকবে।’