কুমিল্লা সিটি নির্বাচনের গেজেট প্রকাশ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হয়েছে আজ রোববার। গত ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এ ছাড়া সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক নৌকা প্রতীকে পান ৫০ হাজার ৩১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীক নিয়ে পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ৩৪৩ ভোটে বিজয়ী হন রিফাত।
কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ১০৫টি ভোট কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।