গাজীপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নামছেন ১২ জন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জমাদানের শেষ দিন পর্যন্ত তারা জমা দিয়েছেন নিজেদের মনোনয়নপত্র। এই পদের দৌড়ে আছেন আওয়ামী লীগ, জাতীয় পাটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফ্রন্ট ও জাকের পাটির মনোনীত প্রার্থী। বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থী।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের হয়ে মেয়র পদে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। জাতীয় পাটির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম ও জাকের পাটির মো. রাজু আহমেদ মেয়র পদে লড়তে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহানুর ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, মোহাম্মদ অলিউর রহমান, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন।
তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।