গাজীপুরে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন ভোট। নির্বাচনকে ঘিরে দিনটিতে গোটা গাজীপুর এলাকায় সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২২ মে) নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটির ঘোষণা দেয়।
এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৫) সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
ইভিএমের মাধ্যমে আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন আট প্রার্থী। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৮ জন।