গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারের সমর্থকদের হামলায় বিজয়ী মেম্বারের সমর্থক ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৫ জানুয়ারি রাতে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের দক্ষিণ চৌরখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চৌরখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফলাফলে জাকারিয়া শেখকে বিজয়ী ঘোষণা করলে পরাজিত প্রার্থী কামরুল ইসলাম মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়।
এ সময় নির্বাচনে দ্বায়িত্বরত কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন খবর পেয়ে বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
হামলায় মারাত্মক আহত মো. লিটন খন্দকার, আকরাম মোল্লা ও রাজিব খানকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।