গোপালগঞ্জে শেখ রকিব, মুকসুদপুরে নৌকার ১০ গুণ ভোটে বিজয়ী স্বতন্ত্রপ্রার্থী
গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী শেখ রকিব হোসেন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলার মুকসুদপুর পৌরসভায় আশ্রাফুল আলম শিমুল আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর দশগুণ ভোট পেয়ে বেসরকারিভাবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ পৌরসভায় উন্মুক্ত নির্বাচন দেওয়া হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনের পক্ষে তার প্রতিদ্বন্দ্বী নয় প্রার্থী তাঁকে সমর্থন জানিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ান। ফলে নিয়মরক্ষার নির্বাচনে মেয়র হিসেবে ৩৪ হাজার ৪৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন শেখ রকিব হোসেন।
অন্যদিকে, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মো. আতিকুর রহমান মিয়াকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুলের কাছে ১০ ভাগের একভাগ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
আশরাফুল আলম শিমুল ছয় হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া পেয়েছেন মাত্র ৬০৪ ভোট। এ ছাড়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের আহাজ্জাদ মাহসিন খিপু চার হাজার ৫৩৩ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাদ করিম মন্টু এক হাজার হাজার ৪৪৯ ভোট এবং সাইফউদ্দীন সরদার বিদ্যুৎ পেয়েছেন এক হাজার ৩২৩ ভোট।
উল্লেখ্য, গোপালগঞ্জের দুই পৌরসভা নির্বাচনেই ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।