দুই প্রতিমন্ত্রীসহ জিএম কাদেরকে সতর্ক করল ইসি
দরজায় কড়া নাড়ছে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন। চলতি মাসেই হবে গাজীপুর সিটির ভোট। তবে, প্রতীক বরাদ্দের আগেই সেখানে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ মন্ত্রিপরিষদ সচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীকে সতর্ক এবং তলব করেছিল ইসি। এবার বরিশাল ও খুলনা সিটি নির্বাচনেও ইসি আগের পথেই হাঁটছে।
আগামী মাসের ১২ তারিখে হবে বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ না হলেও এই দুই সিটির ইস্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও দুই প্রতিমন্ত্রীকে সতর্ক করে চিঠি দিয়েছে ইসি। আজ বুধবার (১০ মে) ইসি থেকে সতর্ক করে এসব চিঠি দেওয়া হয়।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবগত ও তা প্রতিপালনে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে চিঠি দিয়েছে ইসি। আজ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠি বিরোধী দলীয় উপনেতার একান্ত সহকারী সচিব মো. আবু তৈয়বের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, আগামী ১১ তারিখ জিএম কাদের হেলিকপ্টারযোগে বরিশালে যাবেন। বিমানবন্দর হতে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসভবনে যাবেন তিনি ও দুপুরের খাবার খাবেন। জাপার চেয়ারম্যানের বিমানবন্দর হতে এলাকায় আগমণের সময় শো-ডাউনের সম্ভাবনা থেকে যায়। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬ যথাযথভাবে প্রতিপালন প্রয়োজন।
এতে আরও বলা হয়, নির্বাচন পূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে বরিশাল সিটি নির্বাচন এলাকায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।
এদিকে, আজ খুলনা সিটি করপোরেশন (খুশিক) নির্বাচনে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য দুই প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে খুলনার রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন– শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নির্বাচনের তারিখ ও আচরণবিধি উল্লেখ করে দুই প্রতিমন্ত্রীকে রিটার্নিং কর্মকর্তার পাঠানো চিঠিতে বলা হয়, জানতে পারলাম, প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। নির্বাচনে নিরপেক্ষ ও আইনানুগভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবার সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনি এলাকায় আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে অনুরোধ করা হলো।
সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটিতে ভোট হবে ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং ২১ জুন ভোট হবে রাজশাহী ও সিলেট সিটিতে।