নওগাঁর মান্দায় নির্বাচনি সহিংসতায় আহত যুবকের মৃত্যু
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় আহত যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে মারা যান তিনি।
মৃত যুবকের নাম এমরান হোসেন রানা (৩৬)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নাসির উদ্দিনের ছেলে। ঘটনার পর মান্দা উপজেলার সতিহাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের পাঁচকর্মী ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর তিন কর্মী আহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর কর্মী এমরান হোসেন রানার অবস্থার অবনতি হলে তাকে ১৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে মারা যান তিনি।
নিহত এমরান হোসেন রানার মা রেজিয়া বিবি জানান, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বাবুল চৌধুরীর বিআর সুপার পরিবহণের সুপারভাইজার ছিলেন। নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা যান। ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘নির্বাচনী সহিংসতার ঘটনায় নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের পক্ষ থেকে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীর পক্ষে কোনো মামলা করা হয়নি। নিহত এমরান হোসেন রানার মৃত্যুর ঘটনায় এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও বলেন, ‘সতিহাট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নওগাঁর মান্দা ও বদলগাছী উপজেলার ২২টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।