নাসিক নির্বাচনে তৃতীয় হাতপাখা, চতুর্থ দেয়াল ঘড়ি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ। তিনি ২৩ হাজার ৯৮৭টি ভোট পেয়েছেন। আর, চতুর্থ হয়েছেন খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তিনি ১০ হাজার ৭২৪টি ভোট পেয়েছেন।
পঞ্চম হয়েছেন বিএনপির জোট শরীক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টি। হাতঘড়ি মার্কা নিয়ে দলটির প্রার্থী রাশেদ ফেরদৌস পেয়েছেন এক হাজার ৯২৭ ভোট৷ বটগাছ প্রতীক নিয়ে খেলাফত আন্দোলনের মোহাম্মদ জসিম উদ্দিন পেয়েছেন এক হাজার ৩০৯ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন এক হাজার ৩০৫ ভোট।
গতকাল রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৯২টি কেন্দ্রে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ভোটগ্রহণ শেষে ১৯২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে বিপুল ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী।
১৯২ কেন্দ্রের ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।