নাসিক নির্বাচনে প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিদিন নেতাকর্মীরা ২৭টি ওয়ার্ডে প্রচারণা করছেন।
নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দির ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি তিলোত্তমা শিকদার। নির্বাচনের প্রচারণায় তিলোত্তমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভী আপাকে নৌকা দিয়েছেন। আইভী আপা দুই মেয়াদে সিটি মেয়র হিসেবে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।
১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনি প্রচারণায় আরও ছিলেন মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহীন ও সহ সম্পাদক অমিত কুমার দাসসহ স্থানীয় নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ১৮ নং ওয়ার্ডে প্রচারণা করেছেন ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের ও স্কুলছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়।
প্রচারণায় সৈয়দ ইমাম বাকের বলেন, ‘উন্নয়নের মার্কা নৌকা। সারাদেশের মতো নারায়ণগঞ্জ সিটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা নৌকা মার্কায় ভোট চেয়েছি। আশা করি নারায়ণগঞ্জের মানুষ তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন।’
আইভীর পক্ষে ২৩ নং ওয়ার্ডে প্রচারণা করেন ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রনী মাহমুদ ও উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত।
নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘বর্তমান সরকার তরুণদের সরকার। তারুণ্যকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন ও লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা নৌকার প্রার্থী আইভী আপার জন্য ভোট চাই।
সৈকত আরও বলেন, ‘ভোটারদের বড় একটি অংশ হলো তরুণ আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তরুণদের মাঝেই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জের তরুণেরা তাদের ভোট জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় দিবেন।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শুরু থেকেই আমরা নারায়ণগঞ্জের নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিয়েছি। আমরা কেন্দ্র থেকে ওয়ার্ডভিত্তিক কমিটি করে দিয়েছি, সেই কমিটি স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সমন্বয় করে প্রচারণা করে যাচ্ছে। আমরা আওয়ামী লীগের উন্নয়নকে ভোটারদের মাঝে তুলে ধরছি, আসা করি ভোটারেরা তাদের ভোট উন্নয়নের পক্ষে ভোট দিবেন এবং জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আইভী আপাকে জয়যুক্ত করবেন।