নাসিক নির্বাচন : ভালো ভোটের প্রত্যাশা ভোটারদের
নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। ভোট শুরুর আগেই বেশ কয়েকজন ভোটার আসেন নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে। তৃতীয় বার সিটি করপোরেশন নির্বাচনে যেন ভালো ভোট হয়, সে প্রত্যাশা করছেন নাসিকের ভোটারেরা।
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার এ কেন্দ্রে ভোট দেবেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয়। পোশাকধারী পুলিশের সঙ্গে সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারা নজরদারি করছেন।
সকালে প্রথমে ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আসেন তৈমূর আলম খন্দকারের নেতাকর্মীরা। এর পর অন্য প্রার্থীর নেতাকর্মীরা।
সকাল ৮টায় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রের সামনে লাইনে দাড়ান আট-দশ জন ভোটার। যাঁদের বেশির ভাগই বয়স্ক। তাঁদের সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের এ প্রতিবেদকের।
আবদুল ওহাব নামের এক ভোটার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব। সকাল থেকে যেভাবে ভালো পরিবেশ বজায় আছে, আশা করি শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকবে।’
কেমন নগর শাসক চান জানতে চাইলে সিটি নির্বাচনে দ্বিতীয়বার ভোট দিতে কেন্দ্রে আসা সাইফুল ইসলাম নামের ৩১ বছরের আরেক ভোটার এনটিভি অনলাইনকে বলেন, ‘যিনি নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবেন, জনগণের পাশে থাকবেন আমরা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আমরা প্রত্যাশা করছি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব।’