নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও পোড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নে নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. এমদাদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজলার ডুমুরিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে মুকসুদপুর উপজেলার মোচানা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. এমদাদ হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি খানপুরা ও গুনসী গ্রামে প্রচারণার কার্যালয় স্থাপন করেন। প্রতিপক্ষ নূর আলম (ঘোড়া) প্রতীকের সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ঘুনসী ও খানপুরার আনারস প্রতীকের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করে। পরে ওই কার্যালয়ে আগুন দেয়।
স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদ হোসেন সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া একই উপজেলার জলিরপাড় ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) বিভা মণ্ডলের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিহির রায় (আনারস প্রতীক) নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জলিরপাড়ের ৭ নম্বর ওয়ার্ডে স্থাপিত কার্যালয় ভাঙচুর করে নৌকা প্রতীকের সমর্থকরা।