পাঁচ সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণা জাপার
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই প্রার্থিতা ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জাতীয় পার্টির প্রার্থীরা হচ্ছেন সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম (বাবুল), রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম (স্বপন), গাজীপুরে এম এম নিয়াজ উদ্দিন, বরিশালে ইকবাল হোসেন (তাপস) ও খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম (মধু)।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ‘নির্বাচনের ওপর থেকে জনগণের আস্থা হারিয়ে গেছে। সরকারের উচিত আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করা।’
জি এম কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে সব মেয়াদোত্তীর্ণ কমিটির জায়গায় নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এ জন্য নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে ২১ জুন।