পাবনায় জেলা প্রশাসকের কাছে ভোট কারচুপির লিখিত অভিযোগ
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোট কারচুপির অভিযোগ করেছেন পরাজিত টিউবওয়েল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু সরদার। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ করেন।
বাবু সরদার জানান, পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের গুপিনপুর মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল হোসেনের (মোরগ মার্কা) কাছ থেকে বিপুল অঙ্কের টাকা উৎকোচ নিয়ে ভোট কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়, সম্পূর্ণ ভয়ভীতি দেখিয়ে এজেন্ট কপিতে আমার স্বাক্ষর নেয়। আমি প্রতিবাদ করলে ডিবি পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি এই ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানান।
এ ব্যাপারে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের গুপিনপুর মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন।
সুজানগর উপজেলার রিটার্নিং অফিসার ফাতেমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নাই। জেনে ব্যবস্থা নিব।’