পাবনায় পৌর নির্বাচনে নৌকার মিছিলে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
পাবনার বেড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের মিছিলে হামলা মারপিট ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারণায় তার সমর্থকরা একটি মিছিল বের করে হাতিগাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে নারিকেলগাছ প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন ও তার সমর্থকরা আরেকটি মিছিল নিয়ে আসে। এ সময় তারা অতর্কিত নৌকার মিছিলে হামলা চালায় এবং মারপিট করে। মিছিলকারীরা ছত্রভঙ্গ হলে নারিকেলগাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেনের সমর্থকরা নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করে।
খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে এলে বাতেন ও তার সমর্থকরা পালিয়ে যায়। এ হামলায় নৌকার প্রতীকের সমর্থক মুন্নাফ (১৮), আল মাহমুদ (১৯), আরিফুল, শাহাদত প্রামানিক, মিলন ফকির, ফারুক খান, শাহিন খাঁ, দুলাল প্রমানিকসহ ১০ জন আহত হয়েছেন। তারা বেড়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাতিগাড়া মহল্লার শাহাদত হোসেন বলেন, নৌকার প্রতীকের পক্ষে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। এ সময় নারিকেলগাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন ও তার সমর্থক সন্ত্রাসী বাহিনী নৌকার মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাদের মারপিট করে। পরে তারা নৌকার নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এলে বাতেন ও তার বাহিনী এলাকা থেকে চলে যায়। এ ব্যাপারে বেড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে পৌর আওয়ামী লীগের সমর্থকরা মাঠে নেমে বাতেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দুটি মিছিল মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।