প্রার্থীকে নয়, প্রতীককে ভোট দিয়েছি : শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। কাকে ভোট দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আমি প্রার্থীর পক্ষে না, আমি প্রতীকের পক্ষে। প্রার্থীকে নয়, প্রতীককে ভোট দিয়েছি।’
এ প্রসঙ্গে সাংসদ শামীম ওসমান আরও বলেন, ‘আমি নৌকার লোক, আমি কারও লোক নই। আমি শেখ হাসিনার সোলজার। মনে কিছু দুঃখ-কষ্ট থাকতেই পারে। আমি আশা করব, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’
আজ আদর্শ স্কুল কেন্দ্রে আজ রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে ভোট দেন শামীম ওসমান। এর আগে ৩টা ২৮ মিনিটে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে আদর্শ স্কুল ভোট কেন্দ্রে যান তিনি।
সেলিনা হায়াৎ আইভী ভোট চেয়েছেন কি না, জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘না, আমার কাছে ভোট চায়নি। কারণ, সে জানে, আমার কাছে ভোট না চাইলেও আমার ভোট নৌকাই পাবে। আমি শুধু বলব, আল্লাহ তাঁকে হেদায়েত করুন।’
‘আমার রাজনীতিকে আমি এবাদত মনে করি’—মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘আমার ওপরে আল্লাহ রাব্বুল আল-আমিন, নিচে শেখ হাসিনা। আমি চাই, আমি না থাকলে তখন যেন দল-মত নির্বিশেষে সবাই আমার জন্য দোয়া করেন।’
ভোট দেওয়া শেষে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘যেহেতু গাড়ি-ঘোড়া চলা নিষিদ্ধ, তাই আমি রিকশায় করে এসেছি। আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জে ভালো ও সুষ্ঠু ভোট হচ্ছে। নারায়ণগঞ্জ শান্তির শহর, সম্প্রীতির শহর। এখানে কোনো ঠেলাঠেলি নেই। নির্বাচনে জয়-পরাজয় থাকবে, কিন্তু দেশটা আমাদের সবার৷ তাই সবাই এক সঙ্গে মিলে থাকতে হবে।’
সাংসদ শামীম ওসমান আরও বলেন, ‘দেশটা একজনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। কিন্তু কেন যেন মনে হচ্ছে, দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই, আমাদের সবাইকে দেশের জন্য এক থাকতে হবে।’
ভোট দেওয়া প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমি এবার প্রথম ইভিএম-এ ভোট দিলাম। আমার সবসময় ফিঙ্গারপ্রিন্ট ঝামেলা করে। কিন্তু এবার তেমনটা হয়নি। ভালো হয়েছে। আমি সাংবাদিক, পুলিশ সবাইকে ধন্যবাদ জানাব, একটা নির্বাচনে এতো সুন্দরভাবে সহযোগিতা করার জন্য।’
শামীম ওসমান আরও বলেন, ‘আমি বলব, সামনে দেশে একটা বিপদ আসছে। দেশটা সবার, সবাই এক হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব।’