ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, কেন্দ্রে এসে ফিরে গেছেন অনেকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আজ রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট চলবে। সকাল থেকে ভোট শুরু হলেও ফিঙ্গারপ্রিন্ট মিলছে না অনেকগুলো কেন্দ্রে। অনেক ভোটার এসে আবার ফিরেও গেছেন।
আদর্শ স্কুলের দ্বিতীয় তলা ঘুরে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত বেশির ভাগ বুথে গড়ে ২৫টির মতো ভোট পড়েছে। তবে, অনেকের জাতীয় পরিচয় পত্র দেওয়ার পরে তাঁদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। এ কারণে ফিরে যাচ্ছেন অনেকে।
একইভাবে নারায়ণগঞ্জ সিটির বন্দর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার চার হাজার ১২৯ জন। সবাই নারী ভোটার। এখানে ১০টি বুথে ভোট হচ্ছে। বেলা ১০টা পর্যন্ত প্রতিটি বুথে ২২ থেকে ২৬টি ভোট পড়েছে। অনেকের ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না।
তবে, বেশির ভাগ কেন্দ্রে সকালে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসকও জানিয়েছেন শান্তিপূর্ণ হবে নারায়ণগঞ্জ সিটির ভোট।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তাঁদের মধ্যে চার জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।
২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।