নাসিক নির্বাচন
ভোটারদের মধ্যে শঙ্কা-উদ্বেগ রয়েছে : সিরাজুল মামুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে খেলাফত মজলিসের মেয়রপ্রার্থী এ বি এম সিরাজুল মামুন বলেছেন, ‘ভোটারদের মধ্যে শঙ্কা আছে, উদ্বেগ আছে। সার্বিকভাবে তবুও আমরা আশা করতে চাই। নির্বাচনটা অবাধ হোক, সুষ্ঠু হোক।’
১৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন এ বি এম সিরাজুল মামুন।
খেলাফত মজলিসের এ নেতা বলেন, ‘বিশেষ করে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা প্রত্যাহারের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এর কারণে ভোটারদের মন নেতিবাচক প্রভাব পড়েছে।’
রোববার সকাল ৯টার দিকে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন দেয়ালঘড়ি প্রতীকের এই প্রার্থী। এদিন সকাল ৮টা থেকে নাসিকের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিটি নির্বাচনের পুরো ভোট এবার ইভিএমে নেওয়া হচ্ছে।