ভোটারের ভিড় নেই নারায়ণগঞ্জ হাইস্কুল কেন্দ্রে
রোববার সকাল ১০টা। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, বুথগুলো ফাঁকা, দু-একজন ভোটার আসছেন, তাঁরা ভোট দিচ্ছেন, আবার চলে যাচ্ছেন। বলতে গেলে অনেকটা অলস সময় পার করছেন প্রার্থীদের এজেন্টরা।
সকাল ৯টা ৪৫ মিনিটে কেন্দ্রে ঢুকে দেখা যায়—কিছু পুলিশ ও আনসার সদস্য এবং প্রার্থীদের লোকজন দাঁড়িয়ে। নেই ভোটারদের কোনো লাইন। সাড়ে ১০টা পর্যন্ত সেখানে একই পরিস্থিতি দেখা যায়।
এক হাজার ৮০০ ভোটারের কেন্দ্রটির প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য বলেন, ‘ভাই আপনি ভোটার খুঁজছেন, আর আমরা তো কাল থেকে আছি এখানে। খোঁজ নেওয়ার লোকও নেই।’
কেন্দ্রে ঢোকার পর ভোট দিয়ে বুথ থেকে বের হন আলমগীর হোসেন নামের একজন। তাঁর সঙ্গে কথা বলতে চাইলে হাসি মুখে বলেন, ‘ভাই এবার আমি প্রথম ভোটার হয়ে ভোট দিয়েছি। প্রথমবারই ইভিএমে ভোট দিলাম। অনেক ভালো লাগছে।’