মামলা খাইতে খাইতে আজ আমরা ঐক্যবদ্ধ : তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জের ভাইবোন (শামীম ওসমান ও আইভী) তাঁরা দুজনই একই দলের মানুষ। তাদের মধ্যে বিভাজন দিনের মতো পরিষ্কার। আমাদের নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার ও ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে আমার কর্মীরা শঙ্কিত। তবে এ শঙ্কার মধ্য দিয়ে আমাদের ভীত আরও শক্ত হচ্ছে। মামলা খাইতে খাইতে ও গ্রেপ্তার হতে হতে আজ আমরা ঐক্যবদ্ধ।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে নির্বাচনি প্রচাণার সময় তৈমূর আলম খন্দকার এ কথা বলেন।
তৈমূর আলম বলেন, দুজনই আমার স্নেহের, আমার জুনিয়র, তাদের সম্পর্কে আর কোনো কিছু বলতে পারব না। তবে আমি জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকব।
নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে তেমূর বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেয়নি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও ওয়ারেন্ট আছে; তিনি ওয়ারেন্ট নিয়ে বিদেশে আছেন। আমাদের এমন কোনো নেতাকর্মী নাই যার নামে মামলা নাই। হেফাজত নেতারা প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিয়েছিল। কিন্তু তাদের সাথে ঝামেলা শুরু হলে মামলা হয় বিএনপি নেতাদের নামে। গ্রেপ্তারও হয় তারা। আমার সঙ্গে শুধু বিএনপি না সব দলের লোকজন আছে।
তৈমূর আলম বলেন, নারায়ণগঞ্জের লোকজন ট্যাক্স দিয়ে থাকে কিন্তু তারা পানি পায় না। বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য যারা পরিবেশবান্ধব নগর পাচ্ছে না তারা সবাই আমার সঙ্গে আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৈমূর বলেন, নারায়ণগঞ্জের ভাইবোন (শামীম ওসমান ও আইভী) তাঁরা দুজনই একই দলের মানুষ। তাদের মধ্যে বিভাজন দিনের মতো পরিষ্কার। আমাদের নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার ও ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে আমার কর্মীরা শঙ্কিত। তবে এ অবস্থার মধ্যেও আমাদের ভীত আরও শক্ত হচ্ছে। মামলা খাইতে খাইতে ও গ্রেপ্তার হতে হতে আমরা এখন ঐক্যবদ্ধ।