নাসিক নির্বাচন
মারব এক জায়গায়, পড়বে আরেক জায়গায় : তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচন নিয়ে যতই প্রশাসন চাপে রাখুক, আমরা জিতব ইনশাআল্লাহ। মারব এক জায়গায়, পড়বে আরেক জায়গায়। কথায় আছে না—মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’
আজ রোববার দুপুর ১টার দিকে আই. ই. টি. সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট পরিদর্শন শেষে তৈমূর আলম খন্দকার এ কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘ইভিএমে ভোট হওয়ার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। অনেক ভোটারই ভোট দিতে পারছে না। মেশিন স্লো, বয়স্ক ভোটারেরা ভোট দিতে পারছে না। এতে সমস্যা তৈরি হচ্ছে।’
তৈমূর বলেন, ‘প্রশাসন আমার বিভিন্ন এলাকা থেকে সাত জন কর্মীকে গ্রেপ্তার করেছে। তবে আমরা ভীত নই, ফলাফলে জবাব দেবে জনগণ। পুলিশ প্রশাসন আমাদের হয়রানি করার চেষ্টা করছে। আমি আশা করছি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হব ইনশাআল্লাহ।’