সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি
চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন। আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ২৫টি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করে দেখা যায় ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও মোটামুটি ভোটারদের সারি থাকলে, কোথাও আবার প্রায় ভোটারবিহীন কেন্দ্র। আবার সিদ্ধিরগঞ্জ ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্র ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র।
সকাল ১০টা ২৬ মিনিটে ৬ নম্বর ওয়ার্ডের সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যেতেই দেখা মেলে ভোটারের দীর্ঘ সারি। সবার হাতে ভোটার স্লিপ।
কেন্দ্রের সামনে বিশাল জটলা দেখে আসে র্যাবের টহল টিম, বিজিবিসহ ম্যাজিস্ট্রেটও। তারা যাচাই করে দেখেন সবাই ভোটার। তবে, ভোটার সারির বাইরে ৬০ থেকে ৭০ জনের জটলা দেখা দিলে তাঁদের সরাতে পুলিশে লাঠিপেটা করে।
ভোট দিয়ে বের হওয়ার পর মাওলানা আশরাফুল আলম নামের ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালোভাবে ভোট দিয়েছি, ভেতরে কোনো ঝামেলা নাই। অন্যবার যেমন ভোট দেওয়ার আগেই হাত থেকে টেনে স্লিপ নিয়ে যেত, এবার তেমন কিছুই হয়নি। সুন্দরভাবে ভাোট দিয়েছি। এখন শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকলেই হলো।’
ভেতরের পরিবেশ কেমন, ইভিএমে কোনো জটিলতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরে ভালো পরিবেশ আছে। তবে, ভেতরে একটা মেশিন সমস্যা আছে৷ আঙুলের চাপ নিচ্ছিল না। পরে সেটি পরিবর্তন করা হয়, এ ছাড়া আর কোনো সমস্যা ছিল না।’
হারাধন নাথ নামের এক ভোটার নিজে থেকে এগিয়ে এসে বলেন, ‘সাংবাদিক ভাই, ভালো ভোট হচ্ছে। এ অবস্থা থাকলেই হলো। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই৷ আমি এর আগেও ভোট দিয়েছি কিন্তু এবারের মত সুন্দর পরিবেশ ছিল না।’