সাভারে আ.লীগনেতাকে হাতুড়িপেটা
সাভারে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক, আওয়ামী লীগনেতাকে হাতুড়িপেটা করে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার রাতে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ওই আওয়ামী লীগনেতাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের সুপার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামলাসী গ্রামে নিজ অফিসে বসেছিলেন ভাকুর্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ভাকুর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত হোসেনের সমর্থক শফিকুল ইসলাম (৫০)। পরে বর্তমান ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছেলে অপু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শফিকুল ইসলামের অফিসের সামনে গিয়ে তাকে ধরে কিছু বুঝে উঠার আগেই নির্মমভাবে হাতুড়িপেটা করে ডান হাত ভেঙে ফেলে। পরে তাকে মৃত ভেবে পালিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রত্যক্ষদর্শীদের গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের দাবি, ইউপি নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের লোকজন এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন শুরু করেছে নিজেদের ভোট দখল নিতে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’