সিরাজগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া র্যাব সাজিয়ে মুখোশধারীদের ব্যবহার করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী, সমর্থক ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধার নামে কটূক্তি, কর্মী সমর্থকদের মারপিট ও পোস্টার ছেড়ার অভিযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও জনসাধারণ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভুয়া র্যাব সাজিয়ে মুখোশধারীদের ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী, সমর্থক ও জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করছে। সভা-সমাবেশ করছে। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকনের কর্মীদের মারপিট করছে। বিভিন্ন স্থানে পোস্টার ছেড়া হচ্ছে। বিজয়ের এই মাসে একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। ইতোমধ্যেই নৌকার প্রার্থী ওপেন ভোট দিতে ভোটারদের চাপ প্রয়োগ করছেন। আমরা এসব ঘটনার ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য দেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, মাহতাব হোসেন ও সোলায়মান হোসেন।