গাজীপুরে ৪৫০ কেন্দ্রের ফলে এগিয়ে জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি ইসির। এখন দেশের মানুষ তাকিয়ে আছে, কে হচ্ছেন গাজীপুরের নগরপিতা। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে, ৪৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন জায়েদা খাতুন।
গাজীপুর সিটি নির্বাচনে মোটকেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৪৫০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৫২ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৭৯ ভোট। অর্থাৎ এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন ১৬ হাজার ৫৭৩ ভোটে।
গাজীপুর সিটি নির্বাচনের তথ্য সংগ্রহ করতে সরেজমিনে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। অন্তত পাঁচজন সাংবাদিক এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। অবশ্য দুজন বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুজনের মধ্যে। কে জিতবেন, তারা জানেন না। একজন অবশ্য বলেছেন, আজমত উল্লা খান জিতে যেতে পারেন।
এনটিভির গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদও একই কথা বলেছেন। তাঁর দাবি, নির্বাচনে জায়েদা খাতুনের জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।