ভোট সুষ্ঠু হয়েছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : নবনির্বাচিত মেয়র জায়েদা
গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা। আমি তাঁকে ধন্যবাদ জানাই। ভোটটা আমার সুষ্ঠুভাবেই হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি। এজন্য আমি আরও ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।’
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।
জয়টা কাকে উপহার দিবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জায়েদা খাতুন বলেন, ‘আমি ভোটটি গাজীপুরের মানুষকে উপহার দেব। প্রধানমন্ত্রীকেও উপহার দেব।’
গাজীপুরের মানুষের ঋণ শোধ করবেন কীভাবে, এমন প্রশ্নে জায়েদা খাতুন বলেন, ‘আপনাদের (সাংবাদিক) ঋণও তো শোধ করতে হবে। যখন আমার পাশে কেউ ছিল না, তখন আপনারা ছিলেন। কাজ করে গাজীপুরের মানুষের ঋণ শোধ করব। তবে, কাজটা তো আমি একা করতে পারব না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে যা যা কাজের বাজেট হয়েছে, সেই কাজ এবং আমার ছেলের যেসব কাজ বাকি আছে, সেগুলো সব আমি উঠাই (করে) দেব। গাজীপুর মানুষের জন্য যা করব, ভালোই করব। ইনশাল্লাহ, মানুষকে দেখিয়ে দেব।’
নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লাকে ডাকবেন কি না, এমন প্রশ্নে জায়েদা খাতুন বলেন, ‘যদি দরকার লাগে, ডাকব। তাঁর এলাকায় আমার কাজ করা লাগব না? তাঁকে সঙ্গে রাখলাম, সমস্যা কী? তাঁকে জিজ্ঞেস করলাম।’
জায়েদা খাতুন বলেন, ‘শহরের উন্নয়নের জন্য আমি সবার মতামত নেব। একা একা তো আমি কাজ করতে পারব না। সবার পরামর্শ শুনব।’