বরিশালের সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে : সিইসি
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে সব কয়টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল শনিবার (২৮ মে) প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেছেন, কেউ যদি অনিয়ম করে, তা প্রতিহত করার চেষ্টা করতে হবে। প্রিজাইডিং অফিসার থাকবেন, তার কাছে আপনার পোলিং এজেন্ট অভিযোগ করবে। প্রিজাইডিং অফিসার যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনে জন্য সমন্বিত প্রয়াস দরকার।
হাবিবুল আউয়াল আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, যার দৃষ্টান্ত হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন। প্রিজাইডিং অফিসাররা মোটামুটি ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। যদি আমাদের কাছে অভিযোগ আসে, ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি, কেন্দ্রে মাস্তানরা ছিল, তারা তাদেরকে প্রতিহত করেছে, তাহলে আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভেতরে আপনাদের (প্রার্থী) যে পোলিং এজেন্ট থাকবেন, তাদেরকেও সমভাবে প্রতিহত করতে হবে।’
সিইসি আহ্বান জানান, ‘আপনারা গণতন্ত্র ধারণ করে সুস্থ ধারায় বিকশিত করার চেষ্টা করবেন।’ এসময় বরিশালের সবগুলো ভোট কেন্দ্রেও সিসি ক্যামেরা থাকবে বলে জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।