গাজীপুরের ১৫০০ ইভিএম বরিশালে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত এক হাজার ৫০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বরিশাল এসে পৌঁছেছে। আজ সোমবার (২৯ মে) বিকেলে ইভিএমগুলো বরিশালে পৌঁছায়।
বরিশাল শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে এসব ইভিএম। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, গাজীপুর সিটি নির্বাচনে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বরিশালেও সেই মেশিনেই ভোট দেবেন ভোটাররা। বরিশাল সিটির এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রায় দেড়শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন আইন অনুযায়ী শতভাগ সুষ্ঠু হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে সাত জন অংশ নিচ্ছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার ভোট দেবেন।