ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম
নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেবেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সোমবার (৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই ঘোষণা দেন।
আশরাফুল হোসেন আলম নামে ফেসবুক আইডিতে হিরো আলম লেখেন, ‘আজ বিকাল ৪ ঘটিকায় আগারগাঁও নির্বাচন কমিশন থেকে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে আমি আশরাফুল হোসেন আলম (হিরো আলম) মনোনয়নপত্র উত্তোলন করব।’
আজ দুপুরে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে আশাবাদী এই কনটেন্ট ক্রিয়েটর।
হিরো আলম বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। তার এই অংশগ্রহণ বেশ সাড়া ফেলেছিল।