বিএনপির সিটি নির্বাচনে অংশ না নেওয়া রণকৌশল : রুহুল আমিন হাওলাদার
বিএনপির সিটি নির্বাচনে অংশ না নেওয়া তাদের রণকৌশল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আজ মঙ্গলবার (৬ জুন) খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদার এ মন্তব্য করেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এবার বিএনপির ভোটে অংশ না নেওয়া, সেটি তাদের রণকৌশল।’
বিএনপির ভোট তাদের বাক্সে আসবে কি না, এ বিষয়ে জানতে চাইলে সেটা প্রকাশ্যে বলতে রাজি হননি এ বি এম রুহুল আমিন হাওলাদার।
পরে বিকেলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাপার মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম মধুর নির্বাচনি প্রচারণায় অংশ নেন এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সুনিল শুভ রায়।
খুলনা সিটি নির্বাচনি প্রচারণায় নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর কেন্দ্রীয় নেতারা যোগ দিয়ে নিজ নিজ দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনও আজ বিকেলে নগরীর বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে লিফলেট বিতরণ করেন।
এর আগে আজ দুপুরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে তালুকদার আব্দুল খালেকের ইশতেহার ঘোষণাকালেও এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।