খুলনায় ভোটের আগের দিন আ.লীগ-জাপা মেয়র পদপ্রার্থীর সংবাদ সম্মেলন
খুলনা সিটি করপোরেশনে ভোটগ্রহণ আগামীকাল সোমবার। এর ঠিক আগের দিন আজ রোববার (১১ জুন) সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী। সংবাদ সম্মেলনে জাপার প্রার্থী তার কর্মীদের ওপর হামলার প্রচারণার সময় স্ত্রী-কন্যাকে বাধাসহ নানা তথ্য তুলে ধরেন। অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী সবার কাছে দোয়া প্রার্থনা করেন। যদিও নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার মধ্যরাত থেকে সেখানে সব ধরনের প্রচারণা বন্ধ রয়েছে।
আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন। তিনি তার সংবাদ সম্মেলনে বলেন. ‘যত বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক না কেন ১২ জুন নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়বে।’ তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
নির্বাচনের আগের দিন প্রেস ব্রিফিং আচারণবিধি লংঘন কি না জানতে চাইলে তালুকদার আব্দুল খালেক জানান, তিনি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন।
এদিকে, জাপার শফিকুল ইসলাম মধু বিভিন্ন অভিযোগ তুলে দাবি করেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘খুলনা বিভাগীয় কমিশনার বদলী তার উদাহরণ।’ দুপুর পৌনে ২টায় দলীয় কার্যালয়ে নির্বাচনে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি তার নির্বাচনী প্রচারণায় গতকাল স্ত্রী-কন্যাকে বাধা প্রদান ও হুমকির ঘটনায় নিন্দা জানান।
এক প্রশ্নর জবাবে মধু বলেন, ‘সুষ্ঠু ভোট হলে ৪০ থেকে ৪২ শতাংশ ভোট কাস্ট হতে পারে।’