কক্সবাজার পৌরসভায় মেয়র পদে বিজয়ী মাহবুবুর রহমান
কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৪৩ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৮ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
এদিকে, পৌরসভার ১২টি ওয়ার্ডে বেসরকারি ভাবে নির্বাচিত পুরুষ কাউন্সিলররা হলেন–১ নম্বর ওয়ার্ডে এস আই এম আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারি দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাহউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর।
অন্যদিকে, বেসরকারি ভাবে নির্বাচিত সংরক্ষিত চার নারী কাউন্সিলররা হলেন–১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আকতার, ৭ ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার এবং ১০ ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নাসিমা আকতার বকুল।
ইভিএমে আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। শেষ হয় রাত ৮টার দিকে।
সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসে ইভিএম মেশিন ঠিক করে দিলে ফের ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে, দুপুরে দিকে এসএম পাড়া কেন্দ্রে একজন মেয়র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোটারদের টাকা দেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। পরে, মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।