ফের রাজশাহীর নগরপিতা হলেন লিটন
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী মাওলানা মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। তবে, আগে থেকেই ভোট বর্জন করেছেন এই মেয়র প্রার্থী।
রাজশাহী সিটির রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আজ বুধবার (২১ জুন) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে লিটনকে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে, আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রাজশাহীর মোট ১৫৫ কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
রাজশাহী সিটির মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র ছয়জন।