তাদের ফোকাস ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি অ্যান্ড পিসফুল ইলেকশন : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘তাদের মূল ফোকাস ছিল ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি অ্যান্ড পিচফুল ইলেকশন।’
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে বৈঠকের পর সিইসি এ মন্তব্য করেন।
এর আগে এ মিশনের ৯ প্রতিনিধির সঙ্গে বেলা ১১টায় বৈঠকে বসে সিইসি এবং চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিইসি বলেন, আমেরিকা থেকে এক প্রি অ্যাসেসমেন্ট টিম এসেছে। তারা এরমধ্যে বেশকিছু রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। এটাকে প্রি অ্যাসেসমেন্ট টিম বলে। ওরা কী করবে আমরা জানি না। ওরা আমাদের কাছে যে প্রশ্নগুলো করেছে, রোল, দায়িত্ব এবং অ্যাকটিভিটিসসহ অনেক কিছু তারা জানতে চেয়েছেন। আমরা সবকিছু তাদের বোঝাতে পেরেছি। ইলেকশন কমিশনের রোল, সরকারের রোল, ওরা কীভাবে কাজ করে। কীভাবে আমরা ইলেকশন প্রসেসটা তুলে নিয়ে আসি।
সিইসি আরও বলেন, তারা যা যা জানতে চেয়েছিলেন, তারা জেনেছেন। এখন তারা জেনে কী করবেন, সেটা আমরা জানি না। পরে হয়তো উনারা দেশে ফিরে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন; অবজারভার টিম পাঠাবেন কী পাঠাবেন না। অথবা পাঠালে কীভাবে পাঠাবেন। এতোটুকুই, এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই।