রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ পেছাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাতের তারিখ পেছানো হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ উদ্দিন বলেন, রোববার (৫ নভেম্বর) সাক্ষাতের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষাতের তারিখ পিছিয়ে আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন সেদিন সাক্ষাৎ করবেন।
জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। এরই মধ্যে তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ। সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।